কাপ্তাইয়ে করোনা আতঙ্কে পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থান বন্ধ

0

করোনাভাইরাস আতঙ্কের কারণে কাপ্তাইয়ে সবধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া, কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র, কেপিএম এবং দর্শনীয় স্থান গুলোতেও কঠোর সাবধানতা অবলম্বল করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেল হতে বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জয়নিউজকে জানান, কেউ যদি সরকারি এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অনেক দর্শনার্থী কাপ্তাই প্রবেশ করতে চাইলে প্রবেশমুখ হতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ফেরত দিয়েছে বলে জানা গেছে। দেশের বিরাজমান পরিস্থিতির কারণে কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্রগুলো শূন্য পড়ে রয়েছে।

জয়নিউজ/নজরুল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM