করোনায় আক্রান্ত ২০, বয়স্কদের বাড়তি সাবধানতার আহ্বান

দেশে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের একজন নারী, দু’জন পুরুষ। সবমিলিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০।

- Advertisement -

শুক্রবার (২০ মার্চ) বিকেলে মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

- Advertisement -google news follower

তিনি বলেন, আক্রান্তদের এক পুরুষের বয়স ৭০, অন্যজনের ৩০। বয়স্ক ব্যক্তি এখন আইসিইউতে আছেন। আর ইতালিফেরত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন ওই নারী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নাসিমা কিডনি-হার্টসহ বয়স্ক ব্যক্তি যারা দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। জরুরি প্রয়োজন ছাড়া তাদের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানান।

- Advertisement -islamibank

তিনি বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৭৭৪ জনের স্ক্রিনিং করা হয়েছে। ২৪ ঘণ্টায় স্কিনিং করা হয়েছে ৭ হাজার ২৩৬ জন যাত্রীকে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM