শফি আটক করলেন শফিকে!

0

রাউজানের হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চোলাই মদসহ আটক করেছেন মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিকে (৫০)। পরে তিনি আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।

মাদক ব্যবসায়ী শফি হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাউজানের হলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

রাউজান থানার এসআই কামাল হোসেন জানান, হলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৩ লিটার চোলাই মদসহ শফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/শাহীদ/হোসেন

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM