আতঙ্কের মাঝেই দেশে এলেন আরও ৪০৬ প্রবাসী

0

বাংলাদেশজুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্কের মাঝেই সৌদি আরব থেকে দেশে এসেছেন আরও ৪০৬ জন প্রবাসী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরের সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরব থেকে আসা প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাঁদের কারো মধ্যে যদি করোনাভাইরাসের উপসর্গ দেখা যায় তাহলে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আর কোনো উপসর্গ না থাকলে থাকতে হবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে।

এদিকে প্রবাসীদের অনেকেই কোয়ারেন্টাইনের সরকারি আদেশ মানছেন না। বৃহস্পতিবারও এজন্য রাউজান, বাঁশখালী ও লক্ষ্মীপুরের ৪ প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই প্রবাসী কিংবা তাদের পরিবারের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM