করোনাভাইরাসকে পুঁজি করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

0

করোনাভাইরাসকে পুঁজি করে দাম বাড়ানোয় লক্ষ্মীপুরের আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিুকুর রিদোয়ান আরমান শাকিক।

অভিযানে ৮টি দোকান থেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণিকেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিুকুর রিদোয়ান আরমান শাকিক জয়নিউজকে বলেন, করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জয়নিউজ/মনির

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM