প্রয়োজনে মাদারীপুর-ফরিদপুর লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হবে, সেসব অঞ্চলে লকডাউন (অবরুদ্ধ) করা হবে। সম্ভাব্য এসব এলাকাগুলোর মধ্যে রয়েছে মাদারীপুর, শিবচর ও ফরিদপুর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ‌্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আক্রান্ত ১৭ জনের মধ্যে একটি বড় অংশ রয়েছে এই অঞ্চলের। এছাড়া বর্তমানে বিদেশে যারা অবস্থান করছেন, তারা এই মুহূর্তে দেশে আসবেন না।

করোনাভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ‌্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×