সামাজিক অনুষ্ঠানে হোটেল-ক্লাব বুকিংয়ে সিএমপির নিষেধাজ্ঞা

0

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সামাজিক অনুষ্ঠনে নগরের হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টার বুকিংয়ের ক্ষেত্রে  নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) বিকেলে সিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরের বিভিন্ন হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টারের মালিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম হতে পারে এরকম  কোন সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া যাবে না। দেশ ও জাতির স্বার্থে অত্র নিষেধাজ্ঞা অবশ্যই মেনে চলতে হবে।

এর আগে চট্টগ্রাম সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। যদিও চট্টগ্রামে এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

জয়নিউজ/কামরুল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM