বিদেশফেরতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: হাটকোর্ট

নৌ, স্থল, বিমানবন্দর হয়ে বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য  কোয়ারেন্টাইনে করা বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ই মার্চ) বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। যারা

- Advertisement -google news follower

কোয়ারেন্টাইনে থাকতে যারা আগ্রহ দেখাবে না তাদের আইনশৃংখলা বাহিনীর হাতে হস্তান্তরের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশ ফেরতদের কেনো বাধ্যতামূলক  কোয়ারেন্টাইনে রাখা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেইসঙ্গে বিদেশ থেকে আসা যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। তাদের হোম  কোয়ারেন্টাইনে রাখা হলেও যেনো নজরদারিতে  রাখতেও বলেছেন হাটকোর্ট।

- Advertisement -islamibank

এর আগে কতটি ফ্লাইট দেশে এসেছে তা জানতে চায় হাইকোর্ট। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বুধবার ২৫টি ফ্লাইট বিভিন্ন দেশ থেকে এসেছে।

এদিকে আদালতের কার্যক্রম বন্ধের বিষয়ে করা রিটের শুনানি পিছিয়ে ২৩শে মার্চ ঠিক করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM