চলচ্চিত্রশিল্পেও করোনার থাবা, বন্ধ সিনেমা হল

করোনা প্রতিরোধে দুই সপ্তাহের জন্য দেশের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ব্যবসায়িক ক্ষতির চেয়ে মানুষের জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন চলচ্চিত্র শিল্পে জড়িতরা।

- Advertisement -

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে প্রায় দুই সপ্তাহের জন্য দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রযোজক ও প্রদর্শক সমিতি। এই অবস্থায় ব্যবসায়িক ক্ষতি মেনে নিয়ে বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলো।

- Advertisement -google news follower

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর বলেন, কষ্ট হবে হল মালিকদের-প্রোডিউসারদের এটা সমবেদনা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ওবং যে যে সংস্থাগুলো আমাদের উপদেশ দেয় আমরা তা মেনে চলি।

প্রযোজক খোরশেদ আলম খশরু জানান, ‘ঘোষণার পরেও যদি কেউ সিনেমা হল বা সিনেপ্লেক্স খোলা রাখে ওবং সেখান থেকে যদি কেউ আক্রান্ত হয় এর সমস্ত দায়ভার ওই সিনেমা হল কর্তৃপক্ষের ওপর বর্তাবে।’

- Advertisement -islamibank

সব মিলিয়ে করোনা মোকাবেলায় সচেতনতার বিষয়টিকেই প্রাধান্য এ রঙিন পর্দার মানুষেরা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM