কোচিং সেন্টার চালু রাখায় ৩ শিক্ষক আটক

লোহাগাড়া আমিরাবাদ স্কুল রোডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কোচিং সেন্টার থেকে তিন শিক্ষককে আটক করে তাদের জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন-কলাউজান রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জয়সেন বড়ুয়া, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।

তৌছিফ আহমেদ জয়নিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার চালু রেখেছে। তাই তাদের তিনজনকে দণ্ডবিধি ১৮৬০ এ ২৬৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, যেসব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM