হাটহাজারীতে কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় অর্থদণ্ড

0

হাটহাজারীতে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় দুবাইফেরত এক ব্যাক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) বিকেলে তাঁকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. রুহুল আমিন। অর্থদণ্ড দেওয়া ব্যক্তির নাম মো. সাজ্জাদ। তিনি মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের সিকদারপাড়ার সুরত মিয়ার ছেলে।

ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, ১১ মার্চ বিদেশ থেকে আসেন সাজ্জাদ। তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। জনস্বার্থে অভিযান পরিচালনা করে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/তালেব

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM