করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে ব্যবসায়ী আটক

0

ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি (৩৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নগরের এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে।

কামরুল পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের মালিক বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাহামুদুল হাসান মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় কামরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM