করোনা: মহাসংকটের মুখে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনাভাইরাস। ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রথমবারের মতো একজনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

- Advertisement -

ইতোমধ্যেই সানফ্রান্সিসকো অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানকার দোকান-পাট, স্কুল, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রাখা হয়েছে।

- Advertisement -google news follower

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০৫ জন।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, নগরীর ৮৫ লাখ বাসিন্দাকে বাড়িতেই অবস্থানের নির্দেশ দেওয়া হবে কি-না সে বিষয়ে তিনি দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন।

- Advertisement -islamibank

অপরদিকে সান ফ্রান্সিসকো বে এলাকার ৬৭ লাখ বাসিন্দাকে বাড়িতেই থাকার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পেন্টাগনের প্রধান মার্ক এসপার বলেছেন, স্বাস্থ্য বিভাগকে ৫০ লাখ রেসপিরেটর মাস্ক এবং ২ হাজার ভেন্টিলেটর সরবরাহ করবে মার্কিন সেনাবাহিনী।

সেনাবাহিনী ১৪টি করোনাভাইরাসের ল্যাব চালু করবে। সেখানে বেসামরিক লোকজনের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM