শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মোদী

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

- Advertisement -google news follower

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক টুইটে ফাইল ছবি দিয়ে মোদী লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী থাকবেন।

তিনি আরো লেখেন ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক ভিডিওর মাধ্যমে আমিও যুক্ত থাকবো,’ লেখেছেন ভারতের প্রধানমন্ত্রী।’

- Advertisement -islamibank

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিধায়করা।

শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মোদী

মঙ্গলবার (১৭ মার্চ) বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিধায়করা জাতির জনককে স্মরণ করেছেন।
এরপর বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM