নৌকার পালে হাওয়া লেগেছে: রেজাউল

0

নৌকার পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করেছেন মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) পাহাড়তলী ও লালখানবাজার ও বাগমনিয়াম এলাকায় গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রেজাউল বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। জীবনমান উন্নত হয়েছে। নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ পেয়েছে। অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বেতন-ভাতা বেড়েছে সবার। আয়-রোজগারও বেড়েছে।

তিনি আরো বলেন, ঘরে ঘরে সেবা পৌছিয়ে দেবো। রাস্তাঘাট, নালা-নর্দমা পরিস্কার রাখবো। হতদ্ররিদ মানুষের পাশে থাকবো। পাহাড়ে ঝুকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করে তাদেরকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেবো। সবশেষ জীবন দিয়ে হলেও নগরবাসীর সেবা নিশ্চিত করবো।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM