ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: শামীম

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম বলেন, ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে যেখানেই গণসংযোগে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামবাসী জেগে উঠেছে। এ গণজোয়ার দেখে সরকারদলীয় প্রার্থী ও সমর্থকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

- Advertisement -

চসিক নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের নগর স্বেচ্ছাসেবক দলের সমর্থনে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

সোমবার (১৬ মার্চ) বিকালে গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন করে তারা পুলিশ প্রটোকল নিয়ে প্রচারণা চালচ্ছে। বিভিন্ন জায়গায় রাতের আধারে আমাদের প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলছে। প্রচারণায় বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভয়ভীতি দেখিয়ে, পোস্টার ছিড়ে সাধারন মানুষের এ অগ্রযাত্রা কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবেনা। তিনি নিজেদের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ  হয়ে ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

- Advertisement -islamibank

গণসংযোগটি নগরের ওয়াসা মোড়, আলমাস সিনেমা, কাজির কাজির দেউরী মোড়, নূর আহমদ সড়ক, আমতলা, নিউমার্কেট মোড়, স্টেশন রোড হয়ে নতুন রেলওযে স্টেশন রোডে গিয়ে শেষ হয়।

প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আন্দোলন মানে অধিকার আদায়ের সংগ্রাম। বেগম খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে রাষ্ট্রীয় রোষানলে ষড়যন্ত্রের রায়ে কারাবন্দি। চসিক নির্বাচনে অংশ নিয়েছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসবে।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, কোনো ষড়যন্ত্র আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

সভাপতির বক্তব্যে এইচ এম রাশেদ খান বলেন, অবৈধ সরকারের সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। আগামী ২৯ মার্চ চসিক নির্বাচনে সকল প্রতিকূল পরিস্থিতিতে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বেচ্চাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের পরিচালনায় অনষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সি. সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি আসাদুজ্জমান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদসহ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের নেতারা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM