করোনায় আক্রান্ত হয়েছে ২ শিশু ও ১ নারী

0

দেশে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও অন্য দু’জন শিশু।

সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, দেশে এখন পর্যন্ত আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাকি পাঁচজন এখনো চিকিৎসাধীন।

তিনি বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত নারী ও দুই শিশু আগের আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM