লোহাগাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

0

লোহাগাড়ার পদুয়ার নিজতালুক এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রবিউল (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়্। রবিউল একই এলাকার মোস্তাক আহমদের ছেলে।

জানা যায় , গত বৃহষ্পতিবার (১২ মার্চ) বাড়িতে একা পেয়ে রবিউল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটির রক্তক্ষরণ হয়ে অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জয়নিউজকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা রোববার রাতে করলে কিশোর রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM