সাড়ে ৭ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক

নগরের  ৪১টি ওর্য়াডে ৭ লাখ ৫২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করবে চট্টগ্রাম  সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

রোববার (১৫ মার্চ) নগরের সদরঘাট মেমন হাসপাতালের ‍সম্মেলন কক্ষে এ তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন,  ১ম ধাপে ১৮মার্চ বুধবার থেকে ২৪ মার্চ মঙ্গলবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২য় ধাপে ২৮ মার্চ (শনিবার) থেকে ১২ এপ্রিল (রোববার) সকল নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্র এ টিকা প্রদান করা হবে। ৯ থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। ১ হাজার ১৪৫টি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

বুধবার (১৮ মার্চ) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

- Advertisement -islamibank

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডা. সেলিম বলেন,  সিটি মেয়র আ জ ম নাছিরের নির্দেশে ৪১ ওয়ার্ডে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোধে সচেতনতামূলক কার্যক্রেম অব্যাহত রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক ও  স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM