করোনায় ঐক্যবদ্ধ ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান, দুই দেশের সম্পর্কটা একেবারে সাপে-নেউলে। রাজনৈতিক বিষয়ে এই দুই দেশের মধ্যে বৈরীতা চরমে।

- Advertisement -

তবে মজার ব্যাপার হলো, করোনার কারণে এখন ঐক্যবদ্ধ ভারত-পাকিস্তান! তাইতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে সাড়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

- Advertisement -google news follower

শুক্রবার (১৩ মার্চ) করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে দক্ষিণ এশিয়ার সার্ক গোষ্ঠীভুক্ত সবদেশগুলোকে একসঙ্গে লড়ার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কভুক্ত রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনার প্রস্তাবও দেন তিনি।

সব রাষ্ট্রপ্রধানরা মোদীর এ প্রস্তাবে রাজি হয়। শুধু বাকি ছিল পাকিস্তান। তবে শনিবার (১৪ মার্চ) ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানও এ ভিডিও কনফারেন্সে যোগ দেবে।

- Advertisement -islamibank

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইট করে বলেন, করোনা ভাইরাস আতঙ্ক যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে একসঙ্গে কাজ করা প্রয়োজন। পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী এ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করবে।

এর আগে নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দেয় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM