করোনার কারণে দুই নারীর মারামারি!

0

শিরোনামটা শুনে সবারই চোখ কপালে উঠার কথা। করোনাভাইরাস কী করে দুই নারীর মধ্যে মারামারি করাবে?

ব্যাপারটা তাহলে একটু খুলেই বলা যাক।

সন্তোষ আদ্দাগুল্লা নামে আমেরিকার সান ফ্রানসিস্কোর এক লেখক একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে দুই নারী মারামারি করছেন। আশপাশের কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করছেন। শেষপর্যন্ত যখন তাঁরা বিরত হন ততক্ষণে ডিপার্টমেন্টাল স্টোরের নিরাপত্তা কর্মীরাও এসে গেছেন।

সন্তোষ পোস্টে উল্লেখ করেন, এক মহিলা শপিং করতে এসে ডিপার্টমেন্টাল স্টোরে যত টয়লেট পেপার ছিল সব ট্রলিতে ভরে নিয়েছিলেন। পরে সেখানে আসা আরেক মহিলা গোটা স্টোর খুঁজে কোনো টয়লেট পেপার পাননি। তখনই তিনি দেখতে পান ওই নারী ট্রলিতে সব টয়লেট পেপার নিয়ে চলে যাচ্ছেন। তিনি সেখান থেকে কয়েকটি টয়লেট পেপার চান কিংবা নিজেই ট্রলি থেকে নিতে যান। কিন্তু একটিও টয়লেট পেপারও দিতে রাজি ছিলেন না ওই নারী। এরপরই বাদানুবাদ, পরে হাতাহাতি।

দেখুন সেই ভিডিও-

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM