ঐতিহ্যের গুমাই বিলে সর্বনাশা ইটভাটা

0

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাঁ পাশের বিশাল এলাকাজুড়ে যে কৃষিজমি রয়েছে তা ‘গুমাই বিল’ নামে পরিচিত। বৃহত্তর চট্টগ্রামের বিলের মধ্যে এটি সবচেয়ে বড়। এর আয়তন প্রায় তিন হাজার হেক্টর।

প্রচার আছে, গুমাই বিলে এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে সারাদেশের আড়াই দিনের খাদ্য চাহিদা মেটানো যায়।

কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে একটু একটু করে কমছে এ বিলের আয়তন। এর সঙ্গে হালে যোগ হয়েছে দখলদারদের কালো থাবা। তারা ঐতিহ্যবাহী এই বিলে গড়ে তুলেছে সর্বনাশা ইটভাটা।

এসব ইটভাটার মাটি-জ্বালানি আসে আবার রাঙ্গুনীয়ার পাহাড়ি এলাকা থেকে। ফলে একদিকে যেমন পাহাড়-বন ধ্বংস হচ্ছে, অপরদিকে উর্বরতা হারাচ্ছে জমি।

স্থানীয়দের অভিযোগ, দখলদাররা রাজনৈতিক প্রশ্রয় পাওয়ায় ইটভাটা বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM