টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম

0

সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্থলাভিষিক্ত হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

মাশরাফির বিদায় বলার দুইদিন পর আজ রোববার (৮ মার্চ) এ নিয়ে অনুষ্ঠিত হয় বোর্ড সভা। যেখানে সিদ্ধান্ত হয়েছে, তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক দেওয়ার ব্যাপারে।

ওয়ানডে অধিনায়ক, তামিম ইকবাল। আমরা বোর্ড সভায় সিলেক্ট করেছি, অনির্দিষ্টকালের জন্য অধিনায়ক করা হয়েছে তামিমকে।

– নাজমুল হাসান পাপন

গতবছর বিশ্বকাপ শেষে মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় তামিমকে। ওই সিরিজে টাইগাররা ধবল ধোলাই হয় তামিমের নেতৃত্বে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM