রাউজানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির মাহফিল

0

রাউজান খাজা গরীবে নেওয়াজ ও শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে মাহফিল করেছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি। ৭ মার্চ (শনিবার) বাদ এশা দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার উপদেষ্টা ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার সভাপতি কাজী আসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রশিদেরপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিন।

উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, নুর মোহাম্মদ, আনোয়ার সওদাগর, সেলিম উদ্দিন, আরিফ উদ্দিন, এখতেয়ার উদ্দিন প্রমুখ।

অন্যান্য আয়োজনের মধ্যে ছিল খতমে খাজেগান ও তাওল্লাদে গাউছিয়া আলিয়া মাইভান্ডারীয়া।

জয়নিউজ/শফিউল আলম

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM