দিবস আসে, দাবি উঠে, থেকে যায় বৈষম্য

0

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে নারী। কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে মজুরিতে বৈষম্যের শিকার নারীরা। একই কাজে পুরুষকে যে মজুরি দেওয়া হয়, নারীকে তা দেওয়া হয় না।

প্রতিবছর নারী দিবসে বিষয়টি আলোচনার কেন্দ্রে আসে। কিন্তু দিবস শেষে তা হাওয়াই মিলিয়ে যায়, থেকে যায় বৈষম্য।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM