ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

0

ফটিকছড়িতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. ইউনুস (৩০)। সে স্থানীয় সুন্দরপুর ইউনিয়নের আবুল বশরের ছেলে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার লেলাংখালের পাশ থেকে বালি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জয়নিউজকে জানান, গত ৩ মার্চ থেকে ইউনুস নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর সকালে তার লাশ পায়। পরিবার লাশ সনাক্ত করেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/কামরুল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM