চারদিকে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে অতীতের মতো সন্ত্রাস, জালাও পোড়াও রাজনীতি করতে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘরে-বাইরে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

- Advertisement -

শুক্রবার ( ৬ মার্চ) রাতে নগরের শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এসময় শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, সংরক্ষিত আসনের জোহরা বেগম উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও নৌকা প্রতীক যে পাবে তার পিছন পিছন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো নেতাকর্মী ও জনগণ ছুটে যাবে। কারণ এক সময় যে দেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো, সে দেশ আজকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে রূপান্তর করেছেন আওয়ামী লীগের নেতৃত্বধীন প্রধানমন্ত্রী শেষের হাসিনার সরকার।

তিনি আরো বলেন, চট্টগ্রামে চলমান যে উন্নয়ন চলছে সেটা আরো বেগবান করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। অন্য কোনো দলের প্রার্থী যদি চট্টগ্রামের মেয়র হয়, তাহলে উন্নয়ন সেভাবে হবে না। যেহেতু কেন্দ্রীয় সরকারে আওয়ামী লীগ আছে, তাই আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।

- Advertisement -islamibank

শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী, বিএমএ সহসভাপতি ডা. শেখ শফিউল আজম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফী, ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুকী, সাধারণত সম্পাদক শহিদুল আলম সিন্টু, প্রিয়লাল গোস্বামী, অহিদুল আলম মুক্তি, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ নাথ দেবু।

জয়নিউজ/কাউছার/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM