পাহাড়ের ভূমি সমস্যা সমাধানে হেডম্যান-কার্বারীদের ভূমিকা রাখতে হবে: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের প্রধান সমস্যা হচ্ছে ভূমি। ভূমি জটিলতা নিরসনে অগ্রণী ভূমিকা রাখতে হবে সার্কেলের হেডম্যান-কার্বারীদের। বর্তমান সরকার পাহাড়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে চাঁদাবাজ সন্ত্রাসীগোষ্ঠী। অস্ত্রধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ের মানুষকে কাজ করতে হবে।

- Advertisement -

শুক্রবার ( ৬ মার্চ)বান্দরবানের থানচিতে হেডম্যান-কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

পরে মন্ত্রী বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

এসময় মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নে হেডম্যান- কারবারিরা স্ব-স্ব অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সহযোগিতায় পাহাড়ি জনপদে শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত হচ্ছে। সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষেরাও এগিয়ে যাচ্ছে।

- Advertisement -islamibank

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, থানছি মৌজার হেডম্যান হ্লাফসু, ১৭তম বোমাং রাজার প্রতিনিধি হেডম্যান সাশৈপ্রু, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস প্রমুখ।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM