অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্রের শ্যাম্পু!

0

অনলাইনে প্রাকৃতিক উপায়ে ওষুধ বিক্রির পাশাপাশি গো-মূত্র বিক্রি শুরু করেছিল ভারতের ধর্মীয় গুরু রামদেবের সংস্থা পতঞ্জলী। রামদেবের দেখানো সেই পথই অনুসরণ করছে রাষ্ট্রীয় সেচ্ছাসেবক সংস্থা আরএসএস।

শুধু গো-মূত্র বা ঘুঁটে নয়, এবার অনলাইনে এই গো-মূত্রের তৈরি সাবান, শ্যাম্পু, ফেসপ্যাক, টুথপেস্ট-সহ প্রাকৃতিক উপায়ে তৈরি নানা প্রসাধনী বিক্রি করতে নামছে সংস্থাটি।

ভারতের মথুরায় দীনদয়াল ধাম নামে আরএসএস-এর কেন্দ্রে তৈরি হচ্ছে প্রসাধনী থেকে শুরু করে পোশাক এমনকি ওষুধও। ধামের মালিক রাজেন্দ্র জানান, চাহিদার কথা মাথায় রেখেই এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। তবে তার আশা, গোমূত্রের তৈরি জিনিসের চাহিদাই সবচেয়ে বেশি হবে।

 

জয়নিউজ/আল্পনা

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM