ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান

‘ক্লিন রোড, ফ্রি রোড’ কর্মসূচির আওতায় নগরে আবারও ফুটপাতের অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ মার্চ) নগররের কদমতলী ধনিয়ালাপাড়ায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

এ সময় কদমতলী রাস্তার পাশে গড়ে ওঠা মোটর পার্টসের দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান | DSC 1410অভিযানে দেখা যায় বেশীরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে ফুটপাতগুলো নিজেদের দখলে নিয়েছে। অভিযানে পুলিশ ফুটপাত দখলমুক্ত করতে একটি বড় লোহাড় মই জব্দ করে ডাম্পিংয়ে পাঠায়। এটি দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে বাঁধার সৃষ্টি করছিল।

- Advertisement -islamibank

অভিযানে থাকা ট্রাফিক সার্জেন্ট দীন মোহাম্মদ দীনার জয়নিউজকে জানান, ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করেছি। অভিযানের আসার আগে থেকে ব্যবসায়ীদের তাদের মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি । কিন্তু দোকানদাররা আমাদের অনুরোধ মানেননি, পরে অভিযান চালিয়েছি। অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জয়নিউজ/কামরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM