সিংহের সঙ্গে ধূর্ত শিয়ালের রসিকতা

0

খোলা প্রান্তরের একপাশে ঝোপঝাড়। সেখানেই শুয়ে বিশ্রাম নিচ্ছিল একটি সিংহ

পশুরাজের মুখ ছিল ঝোপের মধ্যে। আর বাইরে বেরিয়ে আছে লেজ। হঠাৎ সেখানে এলো এক শিয়াল। এরপর যা করলো তা দেখে হাসি থামিয়ে রাখা কঠিন!

সম্প্রতি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার রমেশ পান্ডে। ক্যাপশনে লিখেছেন, ‘‘শক্তি ও আকার দেখে কোনো প্রাণীকে বিচার করো না।’’

ভিডিওতে দেখা যায়, গুটিগুটি পায়ে সিংহের কাছাকাছি এলো শিয়ালটি। একনজরে দেখে নিল চারপাশ। এরপর মুখ দিয়ে দিলো সিংহের লেজে টান। হকচকিয়ে উঠে পড়ল পশুরাজ। কিন্তু ততক্ষণে পালিয়ে গেছে ধূর্ত শিয়াল।

দেখুন সেই ভিডিও-

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM