বিশ্বজুড়ে হানা দেবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের প্রতিটি দেশেই হানা দিতে পারে করোনাভাইরাস। এমনই আশংকা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

- Advertisement -

তারা বলছে, শিগগিরই এই ভাইরাস থামছে না। আরো বহুদিন এটি বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে।

- Advertisement -google news follower

সোমবার (২ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার।

তিনি বলেন, পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনাভাইরাস। এটি আরো বড় আকার ধারণ করছে এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাইরাস।

- Advertisement -islamibank

ইউরোপে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ থেকে বেড়ে ৮০০ জনে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেডরোস অ্যাঢানোম বলেন, এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে। আমরা আসলে খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছি। যে অবস্থায় এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে।’

করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

সূত্র: ডেইলি মেইল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM