বড়পোলে সেমিপাকা ঘরে অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু

0

নগরের হালিশহর বড়পোল এলাকায় হাজী জহিরুল ইসলামে কলোনিতে সেমিপাকা ঘরে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জয়নিউজকে বলেন, খবর পেয়ে দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়। অগ্নিদগ্ধ কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ২টা ৩০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি আরো বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM