ট্রাম্পকন্যাকে তাজমহল দেখালেন দিলজিৎ!

0

তাজমহলের পাশে বাঁধানো পুকুরে আধশোয়া ভারতের পাঞ্জাবের গায়ক-নায়ক দিলজিৎ। পাশে বসা ট্রাম্পকন্যা ইভাঙ্কা। আধশোয়া দিলজিতের বাঁ পা প্রায় উঠে গেছে ইভাঙ্কার কোলে।

টুইটারে ছবি পোস্ট করে দিলজিৎ ক্যাপশন দিয়েছেন- “তাজমহল নিয়ে চলো, তাজমহল নিয়ে চলো, বলে মাথা খেয়ে ফেলল ইভাঙ্কা। কী আর করি, নিয়ে গেলাম।”

ছবিটি একটু ভালোভাবে দেখলেই বুঝতে অসুবিধা হবে না এটি ফটোশপের কারসাজি। স্রেফ মজা করতেই এমনটি করেছেন দিলজিৎ।

তবে এই মজার মাঝেই ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা! ঘণ্টা চারেক পর সেই মজায় যে যোগ দিলেন স্বয়ং ট্রাম্পকন্যা!

ইভাঙ্কা পাল্টা লিখলেন, ‘‘আমাকে তাজমহল দেখাতে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দিলজিৎ। এই অভিজ্ঞতা কোনোদিন ভুলব না।’’

চমকের আরো কিছু বাকি ছিল। ইন্টারনেটে ছড়ানো ফটোশপের কারসাজি করা আরো তিনটি ছবি টুইট করলেন ইভাঙ্কা।

ছবিগুলোর একটিতে ইভাঙ্কা এক যুবকের সাইকেলে, আরেকটিতে তাজের সামনের বেঞ্চে এক কিশোরের পাশে, অন্যটিতে তাজের সামনে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর ভয়ঙ্কর সর্দার খান (মনোজ বাজপেয়ী) তাঁর দিকে চেয়ে।

ক্যাপশনে ইভাঙ্কা লিখেন, ‘‘ভারতীয়দের আন্তরিকতার
তারিফ করি। আমার অনেক নতুন বন্ধু হয়েছে।’’

এদিকে ততক্ষণে এসে গেছে দিলজিতের উত্তর- ‘‘ও মাই গড! অতিথি দেব ভব। ধন্যবাদ ইভাঙ্কা। আমি সবাইকে বোঝাতে চেষ্টা করছি, এটা ফটোশপ করা ছবি নয়! জলদি দেখা হবে। লুধিয়ানায়। পাক্কা!’’

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM