লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

0

লক্ষ্মীপুরের আবির নগরে জমির বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী, বৃদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার আবিরনগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবির নগর এলাকার মোজাম্মেল হোসেনের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম ও বাহার উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে চার শতাংশ সম্পত্তিতে নুরুল ইসলাম ও বাহার উদ্দিন জোরপূর্বক নির্মাণকাজ করার চেষ্টা করে। মোজাম্মেলের লোকজন বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে মোজাম্মেল হোসেন, নূর মুন্সী, আবু সিদ্দিক, নূর নবী, আবুল কালামসহ ১০ জন আহত হন।

সদর থানার ওসি মো. আজিজুর রহমান মিয়া জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে দু’পক্ষকে ডাকা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/মনির

লক্ষ্মীপুর

০১৭১৫৩২২০০৯

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM