রাষ্ট্রপতি আব্দুল হামিদ উরুগুয়ে পৌঁছেছেন

উরুগুয়ের রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী মন্টেভিডিও পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

- Advertisement -

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছান তিনি।

- Advertisement -google news follower

বঙ্গভবনের এক মুখপাত্র জানান, রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি বিমান শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) মন্টেভিডিও আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

- Advertisement -islamibank

রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্র প্রধান লন্ডন ও ব্রাজিল হয়ে মন্টেভিডিও পৌঁছান।

উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM