গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর

রাউজান চিকদাইর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনে পুড়েছে চার বসতঘর।

- Advertisement -

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ২ নম্বর ওয়ার্ডের দত্ত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন-মিলন দত্ত, শ্যামল ধর, পলাশ দাশ ও উজ্জল দত্ত।

 

- Advertisement -islamibank
গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর
সড়ক দখল করে ব্যবসায়ীদের কাঠ রাখা ও গাড়ি থেকে কাঠ নামানোর দৃশ্য

জানা যায়, গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও গহিরা কালাচাঁন্দ চৌধুরী হাটের কাঠ ব্যবসায়ীদের দখলে থাকায় ফায়ার

সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে বিকল্প সড়ক পথে ঘটনস্থলে যাওয়ার আগেই চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পলাশ দাশ জয়নিউজকে বলেন, তার পাসপোর্টসহ নগদ টাকা ও আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে কাঠভর্তি একটি চাঁদের গাড়ির কারণে এবং সড়কের দুপাশে গাছের গুড়ি রাখায় গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে বিকল্প পথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ বিষয়ে গহিরা কালাচাঁন্দ চৌধুরী হাটের কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদকে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে স্থানীয়রা কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা সড়ক দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM