জমি নিয়ে বিরোধ: বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

0

নগরের হালিশহরের আবছার পাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে অরুণ শীল(৫৮) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, হালিশহর আবছার পাড়া থেকে মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে  অরূণ শীলের পরিবারের দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাধন শীলের পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এনিয়ে মামলাও হয়েছে। বুধবার সকালে অরুণ শীল বাসা থেকে বের হলে ক্ষিপ্ত হয়ে অরুণ শীলকে রড দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা । এতে তিনি গুরুতর আহত হন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘঠনাস্থলে আসে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM