মহসিন কলেজে নওফেল অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রামের সরকারী মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুরে চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মহসিন কলেজ ভিত্তিক ছাত্রলীগের কাজী নাঈম গ্রুপ ও আনোয়ার পলাশ গ্রুপ। এরমধ্যে আনোয়ার পলাশ বিদেশে পলাতক যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবর এবং নাঈম এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু ও নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের  কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকে। উভয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আনোয়ার পলাশ জয়নিউজকে বলেন, কোনো কারণ ছাড়া নাঈমের কর্মীরা বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালায়। লাঠিসোটা এনে এ ধরণের ঘটনা ঘটিয়ে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন রাব্বি, হারিস চৌধুরী,নাজিম উদ্দিন, মো. এনামসহ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন পলাশ।

- Advertisement -islamibank

অন্যদিকে কাজী নাঈম বলেন, আনোয়ার পলাশের কর্মীরা সকাল থেকে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করে। তারা আমাদের এক ছোট   ভাইকে মারধর করে। আমরা বিষয়টি সমাধান করে দিই। কিন্তু পরে আবার অতর্কিতভাবে তারা হামলা চালায়।  এতে মেজবাহসহ ৪ জন আহত হয়।

চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজুদ্দিন চৌধুরী জয়নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

জয়নিউজ

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM