মুক্তিযোদ্ধার জমি দখল

0

রাউজানের সুলতানপুর দাইয়্যারঘাটা এলাকায় মুক্তিযোদ্ধা ফনীভূষণ বিশ্বাসের জমি দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

মুক্তিযোদ্ধা ফনীভূষণ বিশ্বাস জয়নিউজকে বলেন, আমার কেনা জমি নিয়ে প্রতিবেশী রতন ঘোষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে আমি বাদী হয়ে রতন ঘোষের বিরুদ্ধে রাউজান সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করি। মামলা দায়ের করার পর ২০০৩ সালের ১২ মার্চ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমির কোনোরূপ পরিবর্তন ও বৃক্ষাদি কর্তন করতে পারবেনা বলে নিষেধাজ্ঞা দেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জায়গাটি জোরপূর্বক দখল করে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে রাউজান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মুক্তিযোদ্ধার ডায়েরির সূত্র ধরে রাউজান থানার এসআই মৃদুল বড়ুয়া রোববার (২৩ ফেব্রুয়ারি)বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতন ঘোষকে ডেকে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত রতন ঘোষ জয়নিউজকে বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করে দোকান নির্মাণের কাজ করছি।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM