লক্ষ্মীপুরে বিনামূল্যে সেবা ও ওষুধ পাবে মা-শিশু

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকায় ১০ শয্যার হাসপতাল উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালটির  উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

- Advertisement -google news follower

সদর উপজেলার উত্তরাঞ্চলের জনগণের র্দীঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করে  স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে দেওয়া হবে ওষুধ। সবমিলিয়ে স্বাস্থ্যসেবা পাবে লক্ষধিক জনগণ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী তৃণমূল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এ প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি র্নিমাণ করা হয়েছে।

- Advertisement -islamibank

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন অধিদপ্তরের ডিডি ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

জয়নিউজ/মনির

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM