খালেদার জামিন শুনানি রোববার

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি রোববার (২৩ ফেব্রুয়ারি)। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য দিনটি ধার্য করেন হাইকোর্ট।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জামিন আবেদন উপস্থাপনের পর এ সিদ্ধান্ত দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে খালেদার আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

আদালত খন্দকার মাহবুব হোসেনকে জিজ্ঞেস করেন, এই আদালতে এসেছেন কেন? এর আগে আমরা জামিনের আবেদন খারিজ করেছি। এরপর আপনারা আপিল বিভাগে গেলেন। আপিল বিভাগও আমাদের আদেশ বহাল রেখেছেন। এরপরও কেন এসেছেন?

তখন খন্দকার মাহবুব হোসেন বলেন, একবার খারিজ হলে নতুন গ্রাউন্ডে বারবার আসতে আইনে তো বাধা নেই। সে সুযোগ তো রয়েছে। তিনি (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ। তাঁর অবস্থার অবনতি হয়েছে।

এরপর আদালত আবেদনটি গ্রহণ করে রোববার শুনানির দিন ঠিক করেন।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM