মেলবোর্নের রেকর্ড কেড়ে নিতে আসছে মোতেরা

0

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের রেকর্ড কেড়ে নিতে আসছে ভারতের মোতেরা। বিশ্বের সর্বৃবহৎ ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গুজরাটের এই স্টেডিয়ামটি।

সংশ্লিষ্টদের দাবি, এই মাঠে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন প্রায় এক লাখ ১০ হাজার দর্শক!

বর্তমানে সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠ। যেখানে একসঙ্গে খেলা দেখতে পারেন ৯০ হাজার দর্শক।

এদিকে গুজরাট ক্রিকেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানি মোতেরা স্টেডিয়ামের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । ভাইরাল হতে সময় নেয়নি সেই ছবি।

এই সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের প্রদর্শনী ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাঠে আসতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গুঞ্জন রয়েছে, তাঁর হাতেই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামটির উদ্বোধন হবে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM