কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাব, ভারতের নাকচ

বিবাদমান ভারত-পাকিস্তান রাজি থাকলে কাশ্মীর সমস্যা সমাধানে প্রস্তুত জাতিসংঘ। ইসলামাবাদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ভারত জানিয়ে দিয়েছে, ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষের মধ্যস্থতার কোনো সুযোগ নেই।’

- Advertisement -

চারদিনের সফরে পাকিস্তানে রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানেই তিনি বলেন, ‘দুই দেশ (ভারত-পাকিস্তান) রাজি থাকলে সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্থতায় আমি রাজি। শুরু থেকেই এ কথা বলেছি।’

- Advertisement -google news follower

এ সময় নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশেরই সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অ্যান্তোনিও গুতেরেস ওই মন্তব্য করার ঘণ্টাখানিকের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমার বলেছেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানগত কোনো পরিবর্তন ঘটেনি। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেআইনিভাবে পাকিস্তান যেসব অঞ্চল দখল করে রেখেছে, সেগুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বিষয়। তাই দু’দেশের মধ্যে এটি আলোচিত হবে। এক্ষেত্রে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কোনো সুযোগ বা প্রয়োজন নেই। পাকিস্তানের বেআইনি বহু পদক্ষেপে ভারতীয়দের জীবন, মানবাধিকার বিপন্ন। বরং সেদিকে দৃষ্টিপাত করুন।

এর আগে জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একাধিকবার দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারতের মোদি সরকার।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM