সৌদিতে প্রথম ভ্যালেনটাইনস ডে পালন

বিশ্বজুড়ে যুগলেরা পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও নানা উপহার দিয়ে ভ্যালেনটাইনস ডে পালন করেছে। কেউ হোটেল-রেস্টুরেন্টে আর কেউবা পার্কে বসে প্রিয় মানুষটিকে নিয়ে কাটিয়েছে ভ্যালেনটাইনস ডে। কিন্তু সৌদি আরবে কখনো এ ভ্যালেনটাইনস ডে পালিত হয়নি। তবে এবারই প্রথমবারের মত ‘হালাল’ভাবে পালিত হলো ভ্যালেনটাইনস ডে।

- Advertisement -

এর আগে রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান ভ্যালেনটাইনস ডে উপলক্ষে কোনো আয়োজন করলে তাদের গ্রেপ্তার করতো দেশটির পুলিশ। কেননা এ দিবসটিকে হারাম হিসেবে দেখা হত।

- Advertisement -google news follower

দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভ্যালেনটাইনস ডে পালিত হল।

শুক্রবার (১৪ ফেব্রুয়িারি) ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দেশটিতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভ্যালেনটাইনস ডে পালন করেছে। বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM