শুভলং যাওয়া হলো না গার্মেন্টস কর্মীদের

0

রাঙামাটিতে ইঞ্জিনচালিত দুটি বোটের সংঘর্ষে একটি ডুবে গিয়ে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের এখনো কারো পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই লেকে পর্যটকবাহী দুটি ইঞ্জিনচালিত বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বোট ১০/১২ জন যাত্রী নিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা পাঁচজনের লাশ উদ্ধার করে।

জানা গেছে, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে শুভলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি বোট ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

জয়নিউজ/বাচ্চু/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM