‘জয়ী হওয়ার পণ করেই বিশ্বকাপ গিয়েছিল আকবর’

0

সাহিদা আখতার- বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবরের গর্বিত মা। ছেলের ব্যাটে বিশ্বজয়ে কেঁদে ফেলেছিলেন এই রত্নগর্ভা মা।

চোখে জল নিয়েই সাহিদা বললেন, “জিতে দেশে ফেরার পণ করে বিশ্বকাপ খেলতে গিয়েছিল আমার ছেলে। ওর অদম্য ইচ্ছে, যা পূর্ণ হয়েছে। দেশের মুখ উজ্জ্বল করেছে ও। এই জয় দেশবাসীর।”

এদিকে আকবরের বাবা মোস্তাফাও ফাইনাল ম্যাচের সময় সারাক্ষণ টিভির পর্দায় তাকিয়ে ছিলেন। ফাইনালের একটি মুহূর্তও মিস করেননি। ছেলের হাতে বিশ্বকাপ দেখার পর আবেগে ভাসছেন তিনিও।

কাঁদতে কাঁদতেই তিনি বলেন, “কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আকবর পুরো বিশ্বের সামনে গর্বিত করেছে দেশকে। ও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখত। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। জয় ছিনিয়ে নিয়ে আসবে, এমন ইচ্ছে ছিল ওর। মনের জোরে সেই ইচ্ছা পূরণ করেছে আকবর।”

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM