মুক্তিযোদ্ধা নুরুল আজিম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

0

রাউজানের উরকিরচরে গলাকেটে হত্যা করা মুক্তিযোদ্ধা নুরুল আজিম চৌধুরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে।

নিহত নুরুল আজিমের ভাই গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মীর হোসেন জয়নিউজকে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে ডোবা থেকে মুক্তিযোদ্ধা নুরুল আজিম চৌধুরীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল আজিম হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে।

নুরুল আজিমের ছোট ভাই এনাম চৌধুরী জয়নিউজকে বলেন, তাঁর ভাই নুরুল আজিম একজন মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক সদস্য এবং গহিরা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আজিম উরকিচর হারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোকান নিয়ে বই-খাতা ও কলম বিক্রয় করতো।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM