মামার বাড়িতে ঘুম থেকে আর জাগলো না জ্যোতি

0

বান্দরবানে আগুনে পুড়ে জ্যোতি দাশ নামে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার মধ্যমপাড়ার বিজয় দাশের ছেলে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। মামার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই মাস বয়সের জ্যোতি আগুনে পুড়ে মারা গেছে। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

জ্যোতির মা জয়া দাশ জয়নিউজকে বলেন, রাতে শিশুকে ঘুমন্ত অবস্থায় রেখে শৌচাগারে যাই। মুহূর্তে আগুন আগুন চিৎকার শুনতে পেয়ে বের হয়ে দেখি শিশুসহ ঘরের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জয়নিউজকে বলেন, প্রাথমিকভাবে হারিকেন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM