এসএসসি: অনুপস্থিত ৫৬২ পরীক্ষার্থী, বহিষ্কার ৫

0

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ছিল ৫৬২ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে বহিষ্কৃত হয়েছে আরো ৫ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া ইংরেজি ২য় পত্র (আবশ্যিক) পরীক্ষায়  পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৯০ জন। যার মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮২১ জন এবং ছাত্রী সংখ্যা ৭৮ হাজার ২৯৭ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, রোববার অনুপস্থিত ছিল ৫৬২ জন এবং অসদুপায়ের দায়ে  বহিষ্কৃত হয়েছে ৫ জন পরীক্ষার্থী।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM